
দেখো ওলি-গলি
আরও দেখো সমাজের,
মানুষের বুলি!
নাহি আলো হেথা,
হেথা নাহি নৈতিকতা।
হেথা শত- ভ্রম জ্ঞানী বলে “সবই মেনে চলি।”
তবে সত্যের প্রকাশ আজীবন
লাঞ্ছনা করেছে তাদের।
কত দিন যাবে?
কত কাল যাবে?
যদি বলো শত যুগ,
সেও কত যাবে?
আর নয় ওঠো এবার,
ওহে ভবিষ্য জ্ঞানী।
সত্যের জ্ঞানে হও পরিপূর্ন।
আলোকবাতির অসহ্য অন্ধকারে
নৈতিকতার আলো।
ওহে, সে আলো নিভিবে না।
জ্ঞান-দিশা দাও ভবঘুরে থেকে
গৃহ ভবঘুরের প্রতি।
জোড়ে ঠেলো পাল, সত্যের জমায়েতের।
কভু নাহি করো ভয়,
আছে তোমার চালক,জগৎ স্রষ্টা তিনি,
তাঁর সৃষ্টি তুমি।
হাত থেকে ফেলো ওই ছাই-পাশ সব,
হস্তে তুমি তুলে নাও বাণী চিরন্তনী।
আর কত?
আর কত, অধিকার থেকে বঞ্চিত হবো?
ডুব দাও জ্ঞান সাগরে,
ছড়াও আলো আলোক রাশি,
আমরাও সাথে আছি।
আর ভেবোনা,
উঠে দাঁড়াও
দিশাতো পেয়েছো,
হতেই পারো তুমিই সেই “ভবিষ্য জ্ঞানী।”