বিশ্বাসের সঙ্গে যেখানে হাত মিলিয়েছে প্রখর যুক্তিবোধ
আফরিদা খাতুন আঁখি প্যারাডক্সিক্যাল সাজিদ ১, ২ আরিফ আজাদ সময়ের প্রতিটি বাঁকে সমস্যারা এক এক অভিনব রূপ নিয়ে আমাদের সামনে বারবার উপস্থিত হয়। বর্তমানে সমাজে সমস্যাগুলি ইসলামের প্রতি বিদ্বেষ, নাস্তিকতাবাদ ইত্যাদি রূপ নিয়ে উপস্থিত হয়েছে। যা ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে সর্বত্র। মারণাত্মক এই ব্যাধিগুলো খুবই সন্তর্পণে বিকল করে দিচ্ছে তারুণ্য দীপ্ত মস্তিষ্কগুলো, প্রভুর প্রতি বিশ্বাসে সৃষ্টি করছে সূক্ষ্ম চিড় যা পরবর্তীতে পরিণত হচ্ছে বিশাল গহ্বরে। তাত্ত্বিকতার বেড়াজাল থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে লেখক আরিফ আজাদ প্যারাডক্সিক্যাল সাজিদ নামক দুই খণ্ডের এই বইয়ে বিশ্বাসীর বিশ্বাসকে আরো দৃঢ় করতে, অবিশ্বাসের রুদ্ধ...