যুব প্রত্যাশা ডিজিটাল ডেস্ক
ইরাসমাস মুন্ডুস স্কলারশিপে আবেদন করার জন্য সাধারণত প্রয়োজন হয় একাডেমিক পরীক্ষার সনদপত্র (স্নাতক, স্নাতকোত্তর), ট্রান্সক্রিপ্ট, ইংরেজি ভাষার ওপর দক্ষতার সনদ, জীবনবৃত্তান্ত, মোটিভেশন লেটার, শিক্ষাজীবন অথবা পেশাগত কাজের সঙ্গে সংশ্নিষ্ট দু’জন ব্যক্তির সুপারিশপত্র। আবেদনকারীর যদি দেশি-বিদেশি জার্নাল বা সেমিনারে প্রকাশিত গবেষণাপত্র থাকে, সেটি আবেদন প্রক্রিয়ায় বিশেষভাবে অগ্রাধিকার পায়। এ ছাড়া আবেদনকৃত বিষয়ে সংশ্নিষ্ট কাজের অভিজ্ঞতাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। ইংরেজি ভাষার দক্ষতা বলতে আইইএলটিএস-টোফেলের স্কোর গ্রহণ করা হয়, প্রোগ্রামভেদে ভিন্নতা থাকলেও আইইএলটিএস ব্যান্ড ৬.০-৬.৫ অথবা সমমানের টোফেল স্কোর আবেদনের নূ্যনতম যোগ্যতা হিসেবে ধরা হয়। পিএইচডি প্রোগ্রামের জন্য আলাদাভাবে ‘গবেষণা প্রস্তাব’ জমা দিতে হয়। এসব প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত হয়ে গেলে স্ক্যান করে স্কলারশিপের ওয়েবপেজে আপলোড বা ই-মেইল করে আবেদন সম্পন্ন করতে হয়। মাস্টার্স ও পিএইচডি কোর্সগুলোর তালিকা এবং সংশ্নিষ্ট তথ্য পাওয়া যাবে নিল্ফেম্নাক্ত ওয়েবপেজ দুটিতে:
https://eacea.ec.europa.eu/erasmus-plus/library/emjmd-catalogue_en
http://eacea.ec.europa.eu/erasmus_mundus/results_compendia/selected_projects_action_1_joint_doctorates_en.php
প্রয়োজনীয় কিছু পরামর্শ
– আবেদনকারীর ইংরেজি ভাষার ওপর দক্ষতার সনদ (আইইএলটিএস-টোফেল) অবশ্যই আবেদনের সময়সীমার মাঝে প্রস্তুত থাকতে হবে। এই সনদ শুধু স্ক্যান করে পাঠালেই হয়, অফিসিয়ালভাবে আইইএলটিএস-টোফেল থেকে পাঠানোর প্রয়োজন হয় না। যদি আইইএলটিএস কিংবা টোফেল পরীক্ষার সনদ না থাকে, সে ক্ষেত্রে স্নাতক-স্নাতকোত্তর পর্যায়ের বিশ্ববিদ্যালয়ের ইংরেজি শিক্ষা মাধ্যমের সনদ (Medium of Instruction) দিয়েও আবেদন করা যেতে পারে। আবেদন করার আগে সংশ্নিষ্ট প্রোগ্রামের কো-অর্ডিনেটরকে ই-মেইল করলে জেনে নেওয়া যাবে ওই প্রোগ্রামে Medium of Instruction দিয়ে আবেদন করলে তা গ্রহণযোগ্য হবে কি-না।