সংবাদ

পরীক্ষা ও ফল প্রকাশের ক্ষেত্রে স্বচ্ছতার দাবিতে স্মারকলিপি প্রদান পিএসসি দফতরে

320views

আজম হোসেন


২ জুলাই, সোমবার পিএসসি পরীক্ষা এবং ফল প্রকাশের ক্ষেত্রে স্বচ্ছতার আনার দাবীতে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সামনে বিক্ষোভ কর্মসূচী পালন করে এসআইও। সেইসাথে এদিন, রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সভাপতিকে একটি স্মারকলিপিও প্রদান করেন সংগঠনের রাজ্য সম্পাদক ইমাম হোসেন নেতৃত্বে এক প্রতিনিধিদল।

এদিন ইমাম হোসেন জানান, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা এবং ফল প্রকাশে স্বচ্ছতার শর্ত পালনের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। কারণ, রাজ্য পি এস সি বোর্ডের পক্ষ থেকে স্বচ্ছতার প্রশ্নে রেজ্যুলেশন নেওয়ার মাধ্যমে বলা হয়েছিলো- প্রতিযোগী পরীক্ষার্থীদের কাট অফ মার্কস কত তা সংস্থার ওয়েসাইটে দেওয়া হবে। যাতে করে এটা পরিষ্কার হয়- মেধা তালিকায় থাকতে গেলে নুন্যতম কত নম্বর পেতে হবে, কিন্তু কেন রাজ্য পিএসসি বোর্ড এই নিয়ম কার্যকর করলো না ? সেই প্রশ্নও তোলেন তিনি।

সেইসাথে সংগঠনের রাজ্য সাংগঠনিক সম্পাদক খালিদ আলি বলেন,‘পিএসসি’র মতো সাংবিধানিক একটা সংস্থা কিসের ভিত্তিতে নিজেদের তৈরি করা নিয়ম নিজেরা ভাঙতে পারে ! তা পরিষ্কার করুক রাজ্য পাবলিক সার্ভিস কমিশন। তিনি আরো বলেন, যদি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন প্রিলিমিনারি মেইনস ও ফাইনাল পরীক্ষার কাট অফ মার্কস প্রকাশ করতে পারে সেক্ষেত্রে রাজ্য পাবলিক সার্ভিস কমিশন নয় কেনো ? সেই সাথে তিনি রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সভাপতি পদত্যাগের দাবী করেন।

Leave a Response