সাবির আহমেদ
রাজ্যে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার পরীক্ষা শেষ হতেই ফল প্রকাশের দিনক্ষণ গুনতে থাকে পড়ুয়ারা। ভালো ফলের আশায় দিনগুজরানের পর অবশেষে মুখে তৃপ্তি হাসি আর হাতে শংসা পত্র নিয়ে আনন্দে মাতে ছাত্রছাত্রীরা। আর তাদের এই আনন্দকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী ভবিষ্যতের স্বাবলম্বী হওয়ার, স্বনির্ভর হওয়ার পথ দেখাতে একাধিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে এসআইও মালদা জেলা। ১ জুন, রবিবার, কালিয়াচক ব্লকের ভগবানপুর কেবিএস হাই স্কুল গৃহে ১৫ টি বিদ্যালয়ে ৪০ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। আবার অন্যদিকে ২১ জুলাই মালদার টাউন হলে ১৫০ জনের অধিক কৃতীদের সম্বর্ধনা দেয় এসআইও।
উভয অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআইও’র রাজ্য শিক্ষাঙ্গন সম্পদক তৌসিক আলম, আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আযাতুল্লাহ ফারুক, ভরমেন্ট টিচার্স ট্রেনিং কলেজের প্রাক্তন অধ্যাপক শক্তি পাত্র, শিক্ষক ফজলুর রহমান, শিক্ষক রফিকুল ইসলাম, উত্তরবঙ্গ সংবাদের মুখ্য সম্পাদক শুভদীপ ব্যানাজি, শিক্ষক মাইমুর রহমান, ডঃ এমজুদ্দীন প্রমুখ।