কবিতাসাহিত্য

আস্ফালন

464views

তৈমুর খান


থেকে থেকে খুব আস্ফালন
নিজেকে আবিষ্কার করি
ওহো বাঘ! চুপচাপ বসো
কুকুরের মতো তোমারও লম্বা লেজ !

ভু -ইলতা থেকে মহিমার ফুল পেড়ে আনি
শ্রাবণ মাসের ভরসায় 
সরোবর হল দুটি চোখ

আস্ফালন মাদুর পেতে শোও
কৃষ্ণপক্ষ বলে জেগে উঠছে রাতের সমাজ….

Leave a Response