163
ফিলিস্তিনের কবিতা – জেরুসালেম
মুনির মাজেদ
ওহে জেরুসালেম,
সৃষ্টির শুরুতে এখানেই
আপনার সূর্যের নিচে
জান্নাতের শিশির আর মাটির সুঘ্রাণে
গোসল করেছিলেন ফেরেশতারা।
[মুনির মাজেদ : নির্বাসিত ফিলিস্তিনি। শরণার্থী হিসেবে রোমানিয়া থাকেন। আরবি ও ইংরেজি—দুই ভাষায়ই লেখালেখি করেন। প্রকাশিত বইয়ের সংখ্যা শত ছাড়িয়েছে। ইউরোপ-আমেরিকায় পড়াশোনা করা এই কবিকে মুক্তচিন্তার কারণে জর্ডান থেকে বের করে দেওয়া হয়েছিল।]
add a comment