কবিতাসাহিত্য

ভার্চুয়ালিটি

390views

সুদীপ্ত বিশ্বাস


চারিদিকে আজ উন্নত যোগাযোগ
দুনিয়া এসেছে সবার মুঠির তলে,
কিন্তু তবু তো বাড়ছেই অভিযোগ
মানুষ কি আজ প্রাণ খুলে কথা বলে?

মানুষ এসেছে মানুষের কত কাছে
মুখোশের মাঝে হারিয়ে গিয়েছে মুখ
আরাম এসেছে অনেক পশরা নিয়ে
খুব চুপিচুপি বিদায় নিয়েছে সুখ।

মুঠোফোন এল,মুঠোর বাড়ল জোর
হৃদয়ে-হৃদয়ে ব্যবধান গেল বেড়ে,
কত কাছাকাছি তবু তা অনেকদূর
কাছের মানুষ মনের সীমানা ছেড়ে;

প্রতিবেশীরাও অচেনাই হয়ে গেল!
আরও বহুদূরে বন্ধুরা চলে যায়;
পরোয়া করে কে মুঠোফোন কাছে আছে
হাজার-হাজার অচেনা বন্ধু পায়।

ভার্চুয়ালিটি, রিয়েলিটি হল যেই
কেউ পাশে নেই,কেউ পাশে নেই কারও
কত কাছাকাছি পাশাপাশি বসে থেকে
মানুষে-মানুষে দূরত্ব বাড়ে আরও!

Leave a Response