কবিতা

ভয়ানক নখ

539views
হাসান উজ জামান আনসারী

ভয়ানক নখ বোঝেনি মেয়েটা

হাতের কোনখানে নখ
কোনখানে ছুঁয়ে দিলে জন্ম নেয় ভয়ানক
গাছ, বোঝেনি মেয়েটা

দামাল ছাগল সামলে নিজের অজান্তে
শরীরের প্রান্ত
দিল ক্ষান্ত জবাব

মেয়েটি চুপ
পাহাড়ের মতো
ক্ষত মেখে
মেয়েটি নীরব

আলোর আতেলামী মেয়েটির ত্বকে
সেঁকে রাখে রোদ-রাগ
আজন্মের মতো


কবি পরিচিতি– ছাত্র, ইংরাজি বিভাগ, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়

Leave a Response