
481views
-আসেম মুবাশশির আলম
রাত বেশ গভীর,
চারিদিকে ছমছমে ভাব।
তবু তুমি আমি পথ চলছি…
কানে আসছে কলতান নদীর,
রাতে পেঁচার কান্না করায় স্বভাব।
পথে যেতে যেতে শুনছি…
ঊষার আলো এখনও যায়নি দেখা,
ভোর হতে এখনও বেশ বাকি।
মঞ্জিলটা দূরে আছে রাখা,
সেই লক্ষ্যে পথ চলে থাকি।
রাস্তাগুলো মৃত্যুর যেন ফাঁদ,
শুনতে পাই কতই আর্তনাদ।
তোমার মুঠোয় আমার বাঁধা হাত
নিতেই হবে রাসুলের সাফায়াত।
তোমার চোখে রাখলে আমার চোখ,
প্রেরণা গুলো ভেতর থেকে আসে।
কষ্টের মাঝে পাই যে পরম সুখ,
স্বপ্ন গুলো সামনে আমার ভাসে।
জীবন সংকুল এই পথ চলার,
প্রত্যয় যে শুধুই তোমার আমার!
এই পথ ছিল শত শত সাহাবার
রাসুল হলেন আমাদের রাহাবার!!
add a comment