সুজাউদ্দিন সেখ
রক্তের লাশ গায়ে মেখে
লাশ কাটা ঘরে ঘুমিয়ে দেখি
আকাশ জোড়া
বিবেকের বাণী পুথিতে পচে !
বুলেটের ফোড়, বোমার কুচি,
ছোপ ছোপ দাগ একে যায়
তোমারই চুম্বনের দেহে।
সূর্য ডুবে যায়, চাঁদ উঠে আসে নিরুচ্চর প্রতিবাদে,
আর কত রক্তের ৱুলেট লাগাবে ঐ চুম্বনের দাগে !
অকেজ যৌবনা পৃথিবী দেখে যাও তুমি
তোমারই মানসির ক্ষুধা।
শশ্মানের ছাই,কবরের মাটি
কেঁদে যায় নিঃশ্চুপে।
ভয়!
যদি আবারো কোনো লাশ ফিরে আসে
শশ্মান-কবরে,আমারই রক্তমাখা লাশ হয়ে..