437views
মন্দাক্রান্তা সেন
পুকুরের ধারে হিজল গাছটি বাঁকা
আকাশের বুকে মেঘের আদর আঁকা
শুধু এইটুকু চাইছি টুকরো ছুটিতে
এর বেশি কিছু ধরেও না এই মুঠিতে
আর কিছু নয়, শান্ত সহজ যাপনেই
উচ্চাকাঙ্ক্ষা পোষণের মতো পাপও নেই
কে চায় কেবল ইঁদুরের মতো ছুটতে
আমি তো চেয়েছি হিজল চারাটি পুঁততে
এখনও কোমল মৃত্তিকা এই বক্ষে
মগ্ন রয়েছে জলের গভীর সখ্যে
এই প্রেমে আহা জন্ম ও জন্মান্তর
জাতিস্মর এ আকাশ বাতাস প্রান্তর
এই ছুটি তবে এই জন্মের কথা নয়!
এ জল, হিজল, স্মৃতির ভেতর কথা কয়
এ জল, হিজল, স্বপ্নের মতো মনে হয়…
add a comment