কবিতাসাহিত্য

ইচ্ছেবাড়ি

475views

সুবোধ সরকার


অনেক রকম বাড়ি আছে
অনেক রকম ইচ্ছে
মনের মতো একটা বাড়ি
পাগল করে দিচ্ছে।

মনের মতো একটা বাড়ি
আজও হাতের বাইরে
কত না দেশ খুঁজে এলাম
এখনো দেখা নাইরে।

একটা বাড়ি ভালবাসার
একটা জানলা আলো আসার
সেই বাড়িটা চাই আমার
সেই বাড়িটা চাই।

কোথায তাকে পাই
আমি কোথায তাকে পাই?
সেই বাড়িটা আমার বড় ইচ্ছে
খুশির দিনে পাগল করে দিচ্ছে।

Leave a Response