কবিতাসাহিত্য

স্বাধীন দেশের মুক্তি

529views

 

উমর ফারুক 

 

যন্ত্রণা উঠে আসে 

বল নাই যার বুকের ভিতর 

দিব্যি আছে পাশে।

ভোরের পাখির গান শুনেছি

একটি মরণ ফাঁদ

প্রান্ত থেকে  প্রান্তে ছুটে 

মুক্ত হবার সাধ। 

স্বপ্ন দেখি  দুই চোখেতে 

নদীর মতো স্রোত 

অমুল্য সুখ তীব্র গতির 

পতন ধাঁধাঁয় ব্রত!

মনের অসুখ যায়নি বলে 

মুক্তি পাওয়া মানা

সময় টা বেশ নতুন করে 

মুক্তির মেলে ডানা। 

__________________

নেতাজী সুভাষ 

উমর ফারুক 

আকার ছোট বিদ্রোহ 

দমিয়ে রাখে বারংবার। 

একটি শোষণে মোড়া ভূমি

ঝুলিয়ে রাখে তারা জনগণ 

এলেন ঝড়ের বেগে

তখন যাহারা অবচেতন। 

পাশ্চাত্য সভ্যতার আঁশে

ওরা সংস্কৃতি মেরে বাঁচে 

ভারত ডুবো জাহাজ যখন

জাতীয় চেতনা ফিরে এল 

আজাদ বাহিনীসৃষ্টি  হল।

একগুচ্ছ নেতা নেতৃবৃন্দ

নেতাজীর সমতুল্য নন!

 মতানৈক্য অনেক দূর থেকে 

ব্রিটিশ বিরোধী সবার মন থেকে

রাজনীতির ষড়যন্ত্রে ছিলে তুমি। 

সুপ্ত এখনও মৃত্যুরহস্য। 

তারা হয়তোবা এখনও জীবিত। 

Leave a Response