কবিতা

রূপসী রাক্ষসী

520views

আসলাহউদ্দিন মহম্মদ


মডার্ন সিভিলাইজেশনের তপ্ত কামড়ে
সালোয়ার বদলেছে মিনিস্কার্ট এর আদলে,
সুন্দরী নারী- 
রাক্ষসী যৌন চেতনায় মত্ত;
স্বাধীনতার উগ্র চেতনায়-
খুইয়ে বসেছে সম্ভ্রম;
রাস্তায়, বাসে, ট্রেনে- ট্রামে তরুণীদের-
রূপচর্চা ও দেহ প্রদর্শনীর আসর জমাট।
লিওনার্দোর-মোনালিসার 
আদলে গড়া দেহ সৌষ্ঠব তাতায়-
উন্মত্ত যুবককে।
শহরের বুকে বাঁচার অস্ত্র-
লেডিজ ফাস্ট।
ইন্দিরা প্যাটার্নের চুল, হালফ্যাশনের লিপস্টিক
চোখ এড়ায়না- কামুক পুরুষের।
বিবাহের আগে-
মিনিস্কাট পার্টিতে উন্মত্ততার নাচ,
বিবাহের পরে- গলায় আঁচল দিয়ে 
মন্দিরঘরে ভজন গান।
তবুও শহরের রাস্তায় তীব্র মিছিল-
নারী স্বাধীনতা চাই !
মনের আগুন পুড়ে পুড়ে- আকাশের তারাগুনে-
শ্বাসনালী চেপে, নির্বাক ভাষার মত- 
জল বিহারে তৃপ্ত ;
সে যে-
রূপসী রাক্ষসী। 

Leave a Response