451views
আসলাহউদ্দিন মহম্মদ
চূড়ান্ত অসহায়তাকে ঢাকা দিতে
নিরীহ মানুষের প্রতি চরম আঘাত;
নির্দোষকে দোষী বানাবার অপচেষ্টা-
বার বার ভুল বলে প্রমানিত হয।
নির্ভুল মানবতার শ্বাসনালী টিপে
রঞ্জিত হয়ে ওঠে মোদিনী।
তাইতো-
মৃত্যুর রেজিস্টারে স্বাক্ষর করে-
অস্তিত্ব রক্ষার লড়াইয়ে জেহাদিরা।
দু’দশক আগের স্বপ্নের দেশ-
আজ মরূদ্যান।
শত শত বোমার আঘাতে শতচ্ছিন্নতার দেহ,
গভীর রাতের আকাশ ককিয়ে কেঁদে ওঠে,
মৃত্যুর লহরি প্রতি মুহূর্তে সংক্রমিত।
নিষ্পাপ শিশুর গোঙানী কে শুনবে !
সাম্রাজ্যবাদের নেশায়- শান্তির বাণী প্রচারের নামে-
কোকিলের মগজ ফুটো করে।
কাতর চোখে নিলিপ্তের মতো পৃথিবী তাকিয়ে
ভ্রমরের মধুমাখা মুখের আড়ালে বিষদাঁত
ভাঙবে কে ?
add a comment