কবিতাসাহিত্য

স্বাধীনতা দিবসে

504views

 

 মুহাম্মদ জসিম

শোনো, এক দেশের গল্প বলি।

সে দেশ সোনার পাড়া

প্রাকৃতিক প্রাচুর্যে ভরা।

শীর্ষে তাহার হিমালয়ের তাজ

নিম্নে গঙ্গোত্রী মোহনা বিরাজ।

সাম্য সম্প্রীতির এক দেশ

সর্ব ধর্ম সমন্বয়ের এক গুণ বিশেষ।

উত্তরে যাহার ভূস্বর্গ কাশ্মীর

দক্ষিণে তাহার মহাসমুদ্র তীর।

পূর্বে স্থিত গঙ্গের বঙ্গভূমি

পশ্চিমে তেমনি বালুকাময় থর মরুভূমি।

সপ্তমাশ্চর্য যেথায় করে বিরাজমান

শ্বেত পাথরের তাজ,সে দেশেরো সম্মান।

ঐতিহাসিক সম্পদে ভরপুর সেই দেশ

হাজারদুয়ারীকুতুবমিনার,

হুমার সমাধিতেই নইকো শেষ!

পুরানো সম্পদের চেয়েও বিপুল

প্রকৃতির অপার দৃশ্য।

দার্জিলিঙের চায়ের গন্ধে

পাগল গোটা বিশ্ব।

বিশ্বের সেরা সুন্দরবনটা

এই দেশেরই অঙ্গ।

জলদাপাড়া অভয়ারণ্যে

ধন্য হে গোটা বঙ্গ।

বীর পুরুষদের জন্ম যেথায়

সেদেশ সোনার পাড়া।

স্বাধীনতায় হবে মোদের

সম্প্রীতিরই ধারা।

উঠবে পতাকা লাল কেল্লায়

উড়বে অবিরাম।

স্বাধীনতা দিবসে ছড়াব মোরা

সম্প্রীতির পয়গাম।

Leave a Response