খোকাকে খোলা চিঠি
রফিকুল হাসান স্নেহের খোকা ভালো আছিস ? ভীষণ ভালো থাকিস ! ভালো আছে শানবাঁধানো পুকুর, যেটায় আমি নিজে হাত লাগিয়ে ছিলাম ! শান্ত দুপুরে কলমিলতার জঙ্গলটা যেটা আমি নিজে হাতে লাগিয়ে ছিলাম, ওটা একটু পরিস্কার রাখিস, যেন কোন বিষধারী বাসা না বাঁধে ! সাজানো বাগান সাজানো দালান পুরানো পল্লীগীতি গেঁয়ো গান সোঁদা মা'টির মায়াভরা ঘ্রাণ সব তেমনিই আছেত আমাদের মফস্বলে ? নাকি অকালে হারিয়ে গেছে সব শহুরে স্রোতে ? খোকা মনে পড়েরে তোর ! তোর জন্যে হন্যে হয়ে খুঁজে ফিরে বেড়ার বাগানে বটতলায় দোলনা টাঙ্গিয়ে তোকে সেদিন কত দুলিয়েছিলাম !...