সম্পাদকের কলমে
দেশ ও দায়িত্ব স্বাধীনতার পরে ৭৩ বৎসর অতিক্রান্ত৷ ১৫ আগস্ট দিনটি নিয়মমতো ক্যালেন্ডারে প্রতি বৎসরই আসে। স্বাধীনতার শুভেচ্ছাবার্তায় ভরিয়া ওঠে মোবাইলের ইনবক্স।তেরঙ্গায় রঞ্জিত হয় প্রোফাইল পিকচার। সূচনা হয় আরও একটি ছুটির সকালের৷ আর অবধারিতভাবে আরম্ভ হইয়া যায় প্রাপ্তি-অপ্রাপ্তির পাটিগণিত কষা।আঠারো হইতে আশি উদাত্ত কণ্ঠে বলিয়া ওঠে, ইয়ে আজাদি ঝুটা হ্যায়। সবাই যে এ কথা বলে তেমন নহে৷ একদল উগ্র জাতীয়তাবাদের ধ্বজা উড়ায়৷ একদল দাবি করে, প্রকৃত স্বাধীনতা আসে নাই৷ আরেকদলের মত, দেশ উন্নয়নের পথে চলিতেছে৷ স্বাধীনতার পরে এই বাক-বিতণ্ডাই আমাদিগের প্রাপ্তি৷ আমরা কি অনায়াসেই ভুলিয়া বসিয়া রহিয়াছি সংগ্রামীদের আদর্শ...