দেশ ও দায়িত্ব স্বাধীনতার পরে ৭৩ বৎসর অতিক্রান্ত৷ ১৫ আগস্ট দিনটি নিয়মমতো ক্যালেন্ডারে প্রতি বৎসরই আসে। স্বাধীনতার শুভেচ্ছাবার্তায় ভরিয়া ওঠে মোবাইলের ইনবক্স।তেরঙ্গায় রঞ্জিত হয় প্রোফাইল পিকচার। সূচনা হয় আরও একটি ছুটির সকালের৷ আর অবধারিতভাবে আরম্ভ হইয়া যায় প্রাপ্তি-অপ্রাপ্তির পাটিগণিত কষা।আঠারো হইতে আশি উদাত্ত কণ্ঠে বলিয়া ওঠে, ইয়ে আজাদি ঝুটা হ্যায়। সবাই যে এ কথা বলে তেমন নহে৷ একদল উগ্র জাতীয়তাবাদের ধ্বজা উড়ায়৷ একদল দাবি করে, প্রকৃত স্বাধীনতা আসে নাই৷ আরেকদলের মত, দেশ উন্নয়নের পথে চলিতেছে৷ স্বাধীনতার পরে এই বাক-বিতণ্ডাই আমাদিগের প্রাপ্তি৷ আমরা কি অনায়াসেই ভুলিয়া বসিয়া রহিয়াছি সংগ্রামীদের আদর্শ...
দিল্লি দাঙ্গার মামলায় পাবলিক প্রসিকিউটর হিসেবে কেন্দ্র সরকার বেছে নিতে চাচ্ছে পছন্দসই আইনজীবীদের৷ গুজরাত দাঙ্গার বিচারকার্যের সময়েও এটা ঘটেছিল৷ ভিএইচপি ও আরএসএসের সদস্য-সমর্থক আইনজীবীরা পাবলিক প্রসিকিউটর হয়ে ন্যায়বিচারকে দূরে সরিয়ে দিয়েছিলেন৷ দিল্লির ক্ষেত্রেও কি ঘটবে একই ঘটনা? লিখছেন আশিস খেতান ফেব্রুয়ারিতে ঘটা নৃশংস দিল্লি দাঙ্গা ও নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী প্রতিবাদ নিয়ে মামলাগুলিতে কেন্দ্র সরকার পাবলিক প্রসিকিউটর হিসেবে নিজেদের পছন্দসই আইনজীবী নিয়োগ করতে উৎসুক৷ ব্যাপারটি খুবই কৌতূহল উদ্দীপক৷ কেন্দ্র কি নিরপেক্ষ আইনজীবী নিয়োগ দিতে পারবে? এটা আশা করা যায় না৷ কারণ, নরেন্দ্র মোদি গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন পাবলিক প্রসিকিউটরদের অপব্যবহার করেছিলেন...