Literature

কবিতাঃ দুমুঠো ভাত – ফাহিম খান

290views

হাতের মুঠোয় জীবন মুঠো করে,
প্রজাপতিটা শুয়োপোকার ভিতরে,
নৌকা ভাসিয়ে দেই শুকনো প্রপাতে,
দিনের শেষে দুমুঠো ভাত হাতে।
বাঁচাতে হবে বাঁচার মতো করে,
আমরা মরে গিয়েও উঠে বাঁচি,
এই তো বেশ দুখের মধ্যে সুখে,
ভালোর মধ্যে মন্দে বেঁচে আছি।
কে বলে যেন আমরা ভীষণ একা,
কেউ নেই দাঁড়াবার জন্য পাশে,
আলোয় আলোয় আলোকিত পৃথিবীতে,
আমাদের ছায়া দাঁড়িয়ে কি নেই ঘাসে?
আমরা তো যাইনি শেষ হয়ে,
এখন তো শেষ হয়নি রাত,
এখন তো লেগে রয়েছে হাতে,
ঠান্ডা জলে দুমুঠো পান্তা ভাত।
আমরা তো উঠে দাঁড়াতে জানি,
যুদ্ধ করতে জানি জীবনের সাথে,
আমরা তো জানি প্রতিবাদের ভাষা,
দিনের শেষে দুমুঠো ভাত হাতে।।

Leave a Response