Literature

কবিতাঃ প্রতিবাদ বনাম তোষামোদ – ডালিয়া ডালি

352views

আপোষে এগিয়ে তুমি
প্রতিবাদে পিছিয়ে।
আপন হাতে আগামীর পথে
দিচ্ছো কাঁটা বিছিয়ে।
তোষামুদের তালিম তোমার
চরমভাবে সার্থক।
আন্দোলনে আদর্শ আমার
তোমার কাছে অনর্থক।
বিকিয়েছো বুদ্ধি,বিবেক
আমোদপ্রমোদ, ভোগবিলাসে।
আতঙ্কিত ন্যায় ও নীতি
অবিচারের করাল গ্রাসে।

Leave a Response