একদিন চোখের জলে,
ছুটে ছিলাম বিদ্যালয়ে।
মায়ের ভয়ে বাবার ভয়ে,
রোজই যেতাম বিদ্যালয়ে।
মাঝে মাঝে সুযোগ পেলে,
পেট ব্যাথার বায়না ধরি।
ওমা! আজ আমি যাব না,
তোমার দুটি পায়ে পড়ি।
ধীরে ধীরে বড়ো হলাম,
নানা ভাবে এড়িয়ে গেলাম।
পড়াশুনা বন্ধু বান্ধব সব কিছু।
এক এক্ করে বিদায় দিলাম।
কোনো দিনও বুঝিনি আমি,
মিশবে বিষ আকাশে বাতাসে।
হিংসার আগুন দাউ দাউ করে,
আমার স্বপ্নের শ্যামলীমা ভারতবর্ষে।
এখন দেখি হিন্দু মুসলিম করে,
এদেশ বিষাক্ত নেশায় জুড়ে।
অথচ মানুষ পায়না খেতে,
মরে পড়ে রাস্তার মোড়ে।
এই বিষাক্ত সব কিছু ছেড়ে,
যেতে চাই ঐখানে ফিরে।
যেখানে নেই কোনো ব্যবধান,
মানুষে মানুষে মানুষ মেশে।
আবার যেতে চাই আমি,
আমাদের বাল্যকালে।
256
add a comment