Literature

কবিতাঃ শিশির – রহমি মীর

243views

আগে দেখা হয়নি পরখ করে তোমায়,
অবকাশে ছিলে না তুমি, মুক্তময়ী।।
আজ হঠাৎ করে অচেনা শিহরণে,
ছন্দ নূপুরে তুমি ধরা দিলে মুক্তময়ী।
সারারাত জুড়ে দূর থকেে দূরে,
সবুজে সবুজে তোমার অনন্য আবেশ।
তোমার আগমনে নব সাজে সজ্জিত ধরা।।
ঘন কুয়াশার কুৎসা কাটিয়ে,
হাসি-কান্না’র গ্লানি মুছে,আজ
ডানাহীন উড়ানের স্বপ্নপূরানের সুরে
তুমি উষ্ম প্রাণের গান,
তুমি কল্পময়-স্বপ্নমাখা, উজ্জ্বল-অম্লান,
শিশির।।

Leave a Response