288
চাঁদ যেমন সুন্দর ওগো , সুন্দর তোমার হাসি!
আল্লাহর জন্য ওগো রাসূল, তোমায় ভালোবাসি!
আলো তুমি ছড়িয়েছিলে ,সোনার মদিনায়।
সেই আলোরই ঝলকানি রই প্রত্যেক আঙিনায়!
হাশরের ওই সাফায়াতে মনে আমায় রেখো!
তুমি বিনা পাপী এ বান্দা পার তো পাবে নাকো।
চেষ্টা করি ওগো রাসূল তোমায় মেনে চলার!
দিনের শেষে হয়নি সফল, আর কি আছে বলার।
ক্ষমা যদি করেন সে রব, গ্রহন করেন তওবা!
তোমার সাথে হবে দেখা ,জান্নাতে, আর চাই কিবা??
– ইমরান শেখ
add a comment