Literature

কবিতাঃ প্রার্থনা – মাহমুদা খাতুন

368views

হিংসা,দ্বেষ হতে মুক্তি দিও
নব স্বপ্নের কর রক্ষা।
যেন বীর জোয়ান শির উঁচু করে
নিয়ে শত তোমার দীক্ষা।

তাগুতের উন্মাদনার এক প্রান্তে
ফুটবে প্রভাত সোনালী রেশ।
আশাবাদী আমি ,বেশ একরোখা
ভয়ে হয়না কখনো ক্লেশ।।

করি যদি গুরুজনদের সাথে আতলেমি।
ক্ষমায় আপন করে নিও প্রভু
ত্রুটিমোচনের কুদরতে করো ধন্য
তুমি যে এক ও মহান অন্তর্যামী।।

শিশুর হাসিতে ভরে তোলো মরদেহ
মৃগকস্তুরী বয়বে মারুতের হিল্লোলে।
যখন বায়ুবনে ফুলেরা করবে উল্লাস
মরুবি পাখিদের কল্লোলে।।

চুষে নিও সব ভুল
মুছে দিও হৃদয় হতে কালিমা
পবিত্র করো এ বিশ্ব ধরনীকে।
রহমান যে তুমি,
সুন্দর পথে গড়ো মোর জীবন
এই সৌভাগ্যের রজনীতে।।

Leave a Response