দিল্লি দাঙ্গা মামলায় ইনসাফকে গলা টিপে মারতে হাতিয়ার কি সেই গুজরাত মডেল?
দিল্লি দাঙ্গার মামলায় পাবলিক প্রসিকিউটর হিসেবে কেন্দ্র সরকার বেছে নিতে চাচ্ছে পছন্দসই আইনজীবীদের৷ গুজরাত দাঙ্গার বিচারকার্যের সময়েও এটা ঘটেছিল৷ ভিএইচপি ও আরএসএসের সদস্য-সমর্থক আইনজীবীরা পাবলিক প্রসিকিউটর হয়ে ন্যায়বিচারকে দূরে সরিয়ে দিয়েছিলেন৷ দিল্লির ক্ষেত্রেও কি ঘটবে একই ঘটনা? লিখছেন আশিস খেতান ফেব্রুয়ারিতে ঘটা নৃশংস দিল্লি দাঙ্গা ও নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী প্রতিবাদ নিয়ে মামলাগুলিতে কেন্দ্র সরকার পাবলিক প্রসিকিউটর হিসেবে নিজেদের পছন্দসই আইনজীবী নিয়োগ করতে উৎসুক৷ ব্যাপারটি খুবই কৌতূহল উদ্দীপক৷ কেন্দ্র কি নিরপেক্ষ আইনজীবী নিয়োগ দিতে পারবে? এটা আশা করা যায় না৷ কারণ, নরেন্দ্র মোদি গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন পাবলিক প্রসিকিউটরদের অপব্যবহার করেছিলেন...