Literature

কবিতাঃ মুখোশ – লাকি পারভীন

397views

আরো কয়েক হাজার বছর
পিছিয়ে নিলাম নিজেকে,
বন্যপ্রাণী হতে যদি হয়
তবু ভালো তাই হব।
চাই না আমি এই মানুষ হতে,
যেই মানুষ হতে হলে
নিজেকে পাহাড় সমান নিচে নামতে হয়।
এখানে মুখ আর মুখোশের
পার্থক্য বোঝা বড়ই কঠিন,
আমি ক্লান্ত, মুখ আর মুখের ভিড়ে।
একটা স্বচ্ছ আয়না চাই যেখানে
নিজেদের খুব পরিষ্কার দেখাই,
মুখোশ ভেদ করে যেখানে
আসল মুখ ফুটে ওঠে।

1 Comment

Leave a Reply to Md Mursalim Cancel reply