ক্যাম্পাসশিক্ষাসংবাদ

জমি জটেও আটকে নেই বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় প্রকল্পের কাজ

803views

নিজস্ব সংবাদদাতা


বর্তমানে বোলপুরের শিবপুরে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় প্রকল্পের কাজ চলছে। এই প্রকল্পের কাজ পরিদর্শনে ৪ নভেম্বর বোলপুর যান HIDCO-র চেয়ারম্যান দেবাশিস সেন। তাঁর সঙ্গে ছিলেন বোলপুরের মহকুমা শাসক অভ্র অধিকারী ও জেলা প্রশাসনের আধিকারিকরা। দেবাশিসবাবু এদিন জানান, অত্যাধুনিক পদ্ধতিতে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের পিলার তৈরির কাজ শুরু হয়েছে। মোট ২৫০০ টি পিলার তৈরি হবে। বিশ্ববিদ্যালয় তৈরির কাজ দু’বছরের মধ্যে শেষ হবে।

বাম আমলে শিল্পের নামে বোলপুরের শিবপুর মৌজায় ৩০০ একর জমি অধিগ্রহণ করেছিল সরকার। রাজ্যে পালা বদলের পর শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই শিবপুরেই কেমিকেল হাব হওয়ার কথা ঘোষণা করেছিলেন। পরে এই সিদ্ধান্ত বদল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই জমিতে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় ও গীতবিতান আবাসন প্রকল্প নির্মাণের কথা ঘোষণা করেন। তবে জমি নিয়ে সমস্যা এখনও জারি আছে। একাংশ জমিদাতাদের দাবি, শিল্প হলে তাঁরা জমি দেবেন, না হলে তাঁদের জমি ফিরিয়ে দেওয়া হোক। জেলা শাসককে স্মারকলিপিও দিয়েছেন তাঁরা। পরে চাষিদের একাংশ উচ্চ আদালতের দ্বারস্থ হন। বর্তমানে জমি ফেরতের দাবিতে এই মামলা চলছে।

সরকারি সূত্র মতে, ৩০০ একর জমির মধ্যে ১২১ একর জমিতে গীতবিতান আবাসন প্রকল্প হবে। সেখানে শান্তিনিকেতনের বাড়ির আদলে ৪২৫টি প্লট নির্মাণ করা হবে। এছাড়া, ৩০ বিঘা জমিতে ২০ কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক বাস টার্মিনাল হবে। বাকি জমিতে হবে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়।

 

Leave a Response