শিক্ষাসংবাদ

মহাত্মা গান্ধীর জীবনী পড়ানো হবে প্রাথমিকে, নয়া সিদ্ধান্ত রাজ্যের

785views

নিজস্ব সংবাদদাতা


রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী শিক্ষাবর্ষ থেকেই গান্ধীজির জীবনী প্রাথমিক স্তরের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হচ্ছে। রাজ্যের সিলেবাস কমিটির সভাপতি অভীক মজুমদার জানিয়েছেন, গান্ধীজি সম্পর্কে তথ্য অন্তর্ভুক্ত করে ইতিমধ্যেই পাঠ্য বই ছাপা হয়েছে। তা বিতরণ কেন্দ্রগুলিতেও –পাঠিয়ে দেওয়া হয়েছে ।

আগামী শিক্ষা বর্ষের শুরুতেই স্কুলে স্কুলে সেগুলি বিলি করা হবে। মহাত্মা গান্ধীর জীবনের বিভিন্ন ঘটনা গল্পের আকারে বইগুলিতে তুলে ধরা হয়েছে বলে অভীকবাবু জানিয়েছেন। উল্লেখ্য মহাত্মা গান্ধীর জন্মের সার্ধ শতবর্ষ উপলক্ষ্যে রাজ্য সরকার প্রাথমিকের সিলেবাসে তাঁর জীবনীকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়।

Leave a Response