featured

এদেশে সম্প্রীতির পরিবেশ বিনষ্টের অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাড়াতে হবেঃ মহারাজ অঞ্জন মহাপাত্র

953views
এখন এক শ্রেনীর মানুষ এদেশের সম্প্রীতির পরিবেশকে বিনষ্ট করার চেষ্টা করছে। আমাদেরকে এই অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। রবিবার এসআইও পশ্চিম মেদিনীপুর জেলা আয়োজিত গড়বেতার খড়কুশমাই এক রক্তদান শিবির ও সম্প্রতি সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানালেন বিবেকানন্দ সোসাইটি ফর কনসাসনেস-এর সভাপতি মহারাজ অঞ্জন মহাপাত্র। এদিন তিনি বলেন, কুরআন এমনই এক গ্রন্থ যা পরিবর্তন যোগ্য নয়। সেইসাথে তিনি জানান, দেশের এই সংকটময় পরিস্থিতিতে এসআইও’র এই উদ্যোগ সাধুবাদ যোগ্য। সেইসাথে রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন রাস্ট্রপতি পুরষ্কারপ্রাপ্ত সাহিত্যিক রাজবল্লপুর প্রাথমিক স্কুলের শিক্ষক মংলপ্রসাদ মাইতি।
অনুষ্ঠানে এদিন পার্শ্ববর্তী এলাকার সাওতাল, সবর, দাস, মাঝি, মুসলিম সম্প্রদায়ের দরিদ্র ব্যক্তিদের প্রায় ৭০জনকে শীত বস্ত্র প্রদান করা হয়েছে বলে সংগঠন সূত্রে খবর। এই সভায় প্রারম্ভিক বক্তব্য দেন এসআইও পশ্চিম মেদিনীপুর জেলার পৃষ্ঠপোষক সাইফুদ্দিন সাহেব।
উল্লেখ্য, সারাদেশেই দিকে দিকে যখন শান্তি, সম্প্রীতি ও ঐক্যের পরিবেশ বিনষ্ট হয়ে চলছে ঠিক সেই সময় সম্প্রতির পরিবেশ ফিরেয়ে আনার জন্য ছাত্র আন্দোলনের পাশাপাশি সমাজ সচেতনতার কাজ করে চলেছে স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইণ্ডিয়া। সেই প্রচেষ্টারই অংশ হিসাবে আজকের গড়বেতার খড়কুশমাতে রক্তদান শিবির ও সম্প্রতি সভার আয়োজন বলে জানিয়েছেন সংগঠনের জেলা সভাপতি মুখলেসুর পাঠান।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার বিশিষ্ট বুদ্ধিজীবী ও সাপ্তাহিক মীযান পত্রিকার সম্পাদক ডাঃ মসিউর রহমান, গড়বেতা কোর্টের বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবী শের আফগান ও মতিউর রহমান খান প্রমুখ।