যুব প্রত্যাশা ব্যুরো
এনআরসি’র নামে অসমের ৪০ লক্ষ মানুষকে নাগরিক পঞ্জি থেকে বাদ দেওযার প্রতিবাদে গত 5 আগস্ট এসআইও কোচবিহার জেলা। সংগঠনের পক্ষ থেকে দিনহাটা বাজারে একটি মানব বন্ধন ও পথসভার আযোজন করে। বক্তব্য রাখেন এসআইও রাজ্য সাংগঠনিক সম্পাদক খালিদ আলি। তিনি বলেন, সেই ব্রিটিশ আমল থেকে অসমে বাংলা ভাষা-ভাষীর মানুষ বসবাস করে আসছে। এখন সেখানে উগ্র জাতীযতাবাদীদের সঙ্গে হাত মিলিযে বিজেপি সরকার তাদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য আসামের ৪০ লক্ষ নাগরিককে এনআরসি’র তালিকা থেকে বাদ দিয়েছে। এই অমানবিক সিদ্ধান্তের বিরুদ্ধে আমারা ্প্রতিবাদ জানাই। বলা হচ্ছে ১৯৭১ সালের পর যারা বাংলাদেশ থেকে অসমে এসেছেন তদের নাম নাগরিক পঞ্জিকায থাকবে না, কিন্তু এখানে ্প্রশ্ন থেকেই যায তখন আমাদের সরকার এবং বি.এস.এফ এরা কোথায ছিল? এই লোকগুলোর ভোটার কার্ড,আধার কার্ড বা হল কিভাবে? তখন সরকার কেন উপযুক্ত ব্যাবস্থা গ্রহণ করেনি? এর দায কি সরকার নেবে না? যে সমস্ত মানুষগুলো আমাদের দেশে জন্মগ্রহণ করেছে এবং দেশগঠনে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মানবিক কারণে সেইসমস্ত মানুষকে এনআরসি’র বাইরে রাখতে পারি না। এই ত্রুটিপূর্ণ এনাঅরসি’র তীব্র নিন্দা জানাচ্ছি। এছাড়াও এই পথসভায উপস্থিত ছিলেন রাজ্য জনসংযোগ সম্পাদক সুজাউদ্দিন আহমেদ, রাজ্য পরামর্শ পরিষদ সদস্য আবদুল হামিদ ও ইমরান হোসেন, জেলা সভাপতি ডাঃ নিয়াজুদ্দিন হুসাইনি, জেলা সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।
অন্যদিকে, ৩০ আগস্ট কলকাতা মেট্রো চ্যানেলে ত্রুটিপূর্র্ণ এনআরসি বাতিলের দাবিতে এসআইও সহ বিভিন্ন গন সংগঠনের যৌথ উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালিত হয। এদিন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীকে স্মারকলিপি দেওযা হয।