নিজস্ব প্রতিনিধি, কলকাতা
রাজ্যের আইন পড়য়াদের স্বার্থে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ ৩০ শতাংশ আসন সংরক্ষণ করা হল আইন বিশ্ববিদ্যালয়ে পড়য়াদের জন্য। এই মর্মে ২০ নভেম্বর বিধানসভায় পাস হল- দি ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস (সংশোধনী) বিল ২০১৮। পাশাপাশি আর্থিকভাবে পিছিয়ে পড়া রাজ্যের পড়ুয়াদের জন্য বিশ্ববিদ্যলেয়ের পড়াশোনার খরচ থেকেও ৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে এই বিলে৷ তবে উভয়ক্ষেত্রেই মেধা তালিকায় থাকা পড়ুয়ারাই সংরক্ষণ ও ছাড়ের সুযোগ সুবিধা পাবে। বিধানসভায় বিলটি পেশ করেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক৷ এখনও পর্যন্ত তিনটি রাজ্যে আইন বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সেই রাজ্যের পড়ুয়াদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। ভােপালের ন্যাশনাল ’ল স্কুলে ৭৫টি আসনের মধ্যে ২৫টি আসন সেই রাজ্যের ছাত্র ছাত্রীদের জন্য সংরক্ষিত আছে৷ হায়দরাবাদের ন্যাশনাল অ্যাকাডেমি অফ লিগ্যাল সায়েন্সেস-এ ১৫৫টি আসন৷ তার মধ্যে ২১টি আসন রাজ্যের পড়ুয়াদের জন্য সংরক্ষিত৷ যােধপুর ’ল কলেজে ১৯৭টি আসনের ৮০টি আসন রাজস্থানের ছাত্র ছাত্রীদের জন্য সংরক্ষিত আছে৷ এবার পশ্চিমবঙ্গেও আসন সংরক্ষণের সুযোগ সুবিধা পাবে এই রাজ্যের ছাত্র ছাত্রীরা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই সুবিধা পাওয়া যাবে। বিলের ৪বি (২) অনুচ্ছেদে বলা হয়েছে- “Merit for admission in the university may be determined either on the basis of marks or grade obtained in the qualifying examination or on the basis of marks or grade obtained in a relevant entrance examination conducted by the university or by common entrance test conducted at the state or national level.”