কবিতা

মানবজাতির প্রতি : আনিষা পারভিন

271views

নিঃসঙ্গ! নিতান্তই নিঃসঙ্গ!
যদিও ধরণীমাতার এক অঙ্গ,
অঙ্গ থেকেও আমি তবু আজ নিরঙ্গ।
আর আমার ডালে বসে না কোনো বিহঙ্গ,
কোথায় হারিয়ে গেল আমার সাঙ্গোপাঙ্গ?

আজ আমি বৃদ্ধ,
সকলেই আমার ‘পরে ক্রুদ্ধ ;
সবার ক্রোধাগ্নিতে আমি অগ্নিদগ্ধ।
দিনকয়েক পূর্বে মমদর্শনে সবাই হত মনোমুগ্ধ,
কারণ আমি তখন ছিলাম ফুলে ফলে সমৃদ্ধ।

অদ্য শোনা গেল এক বাবুর গলা—
” কয়েকটাই তো শুকনো ডালপালা,
আর তাতেই হয়েছে মরণ জ্বালা!
এই বুড়ো গাছটাকে নিয়ে তো ভারী ঠেলা,
সৌন্দর্যবোধের নেই তো কোনো মেলা। ”

প্রাপ্য আমার এ সাজা
আমি এখন এদের কাছে এক বোঝা
মোরে ধ্বংসে মানবজাতি ওড়াবে ধ্বজা
কত সব জানালা, কত সব দরজা
ওই ‘শুকনো ডালপালাই’ তখন তরতাজা।

মম সম কোনো মানবের পরিণতি যখন চরম,
তখন তাদের ঠাঁই ওই বৃদ্ধাশ্রম!
একি তাদের কর্ম জীবনের কোনো ভ্রম?
নিজ হস্তে লালিত সন্তান-সন্ততি পরম
শেষ বয়সে তাদের এ কোন চরম ধরম?

নাঃ! আমি তবু আছি,
ওই দরজা জানালার মধ্যেই সুখে বাঁচি।
কিন্তু!নিষ্ঠুর ওই মানবসভ্যতার কাঁচি,
কেটে ফেলে মায়ামমতার সমস্ত গাছি
হে মানবজাতি,হও বিবেকী,এ আমি যাচি ।।।

Leave a Response