
চারিদিকে ঘুটঘুটে অন্ধকার!
কাবার গিলাফের থেকেও কালো।
সেই নিবিড় কৃষ্ণতায়,
আদিমতার নীল নেশায় উন্মত্ত গোটা মরুভূমি।
মনুষত্বের সূর্যটা তখনও উদয় হয়নি,
মনের আকাশে।
হঠাৎ একটা ধ্রুবতারার আলোয়
উদ্ভাসিত হলো হেরা গুহা।
চমকিত হল মরুভূমির বালুকণা।
মানুষ খুঁজে পেল জীবনের দিশা।
রক্ত ঝরানো যাদের কাছে ছিল একটা খেলা, তারা গাইতে শিখল বেঁচে থাকার গান।
তায়েফের বুকে তোমার রক্ত দিয়ে রচিত হলো, পৃথিবীর মহা ইতিহাস।
বিশ্ব জানল ক্ষমার মহত্ত্ব।
তরবারির ঝনঝনানিতে মুখরিত ছিল ইয়াসরেব। একদিন সেখানে বসন্তের দোলা লাগলো। শুনলো তারা মানবতার গান।
প্রিয়তমার কাছে তুমি ছিলে,
সস্তির দখিনা বাতাস।
শিশুদের জন্য ছিলে তুমি গোলাপের বাগান। দুঃখীদের জন্য ছিলো তোমার হৃদয়,
প্রশান্ত মহাসাগর থেকে গভীর।
সমরের মহা নায়ক তুমি।