
গোপনে ফুল ফোটে, ভাবে দেখিবে না কেহ
গন্ধ পাবেনা আর মজিবে না কেহ।
সহস্র বিবস্ত্র ফুলের মোহ
আসিয়া পড়ে অগণিত ভ্রমর কালো।
গোপনে ফুল ফোটে, ভাবে দেখিবেনা কেহ
আঁধার রাতেও সে যেন হাজার জোনাকির আলো।
আঁধার রাতে জোনাকির আলো
সুবাসিত ফুলের গন্ধ মাখিবে যাহার হৃদয় ভালো।
জোনাকি রাতে দুটি ফুল বসিয়া যেন তসবি পড়ে
দমকা হাওয়া আসে না, যেন মৃদু বাতাস খেলা করে।