
392views
—রফিকুল হাসান
ঘুড়ি হয়ে উড়তে থাকা মন
লাটাইয়ের ইশারায় জীবন!
সরল সুতোয় শৈশবেও আজব গুঁতোগুঁতি
বোঝা দায় বেতাল চালে তালহীন ছিন্নমতি!
বায়ু কেটে উড়তে থাকা সুতোর বহর সুতোর আয়ু
আফিম আবেশে উত্তেজিত কাঁপছে সুতো কাঁপছে স্নায়ু!
আপনজন বুকভাঙ্গা কান্নায় বুক চাপড়ায় ঘরের ছেলে ঘরে আয়
বেলা অবেলায় আজব নেশায় নিজেই কাটা ঘুড়ি নিয়তির খেলায়!
add a comment