
বিশেষ প্রতিবেদন: দিনের পর দিন নারী ও শিশু নির্যাতন আমাদের সমাজে অঙ্গাঅঙ্গী ভাবে জড়িয়ে যাচ্ছে। কোনভাবেই নির্যাতন ও ধর্ষণ থেকে রেহাই পাচ্ছে না নারী ও শিশুরা। সরকার এত কিছু দেখার পরও না দেখার ভান করে বসে আছে।
সম্প্রতি হাইদ্রাবাদে ঘটে যাওয়া একজন মহিলা ডাক্তার প্রিয়াঙ্কা রেড্ডিকে রাস্তায় ফেলে কয়েকজন মানুষরূপি নরপিশাচ ধর্ষণ করে। তারপরও তাদের মনের সাধ না মেটাই মহিলাটিকে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। এই ঘটনা আজ নতুন নয় জন মানষের আড়ালে প্রতি নিয়ত এই রকম ঘটনা হাজার হাজার ঘটে চলেছে।
ঠিক এমনভাবে স্বদ্যজাত শিশুকে হত্যা করা হচ্ছে লাখে লাখে। শিশু নির্যাতনের ভয়াবহ চিত্র :মিডিয়াতে চোখ পড়লেই শিশু হত্যা, নির্যাতন, ধর্ষণ প্রভৃতি খবর শুনে সবাই আঁতকে উঠছি। জাতির জন্য এ এক ভয়াবহ সংবাদ! মহামারী আকারে বেড়ে চলেছে দিন দিন। একে মহোৎসব বলেও অনেকে খেদোক্তি করছেন। মায়ের পেটের শিশু পর্যন্ত আজ গুলিবিদ্ধ হচ্ছে এই দেশে। প্রতিদিন দেশের কোথাও না কোথাও শিশু নির্যাতন ও নির্যাতন পরবর্তী হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। সম্প্রতি এ ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সা. বলেছেন, ‘যে আমাদের ছোটদের (শিশুদের) স্নেহ ও মমতা করে না এবং আমাদের বয়স্কদের সম্মান ও মর্যাদা সম্পর্কে জানে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়’ (আবু দাউদ ও তিরমিজি)। মনীষী জেমস রাসেল বলেছেন, ‘শিশুরা হচ্ছে ঈশ্বরের দূত, দিনের পর দিন যারা প্রেম, আশা এবং শান্তি সম্পর্কে প্রচারের জন্য প্রেরিত হয়।’ কবি বলেছেন, ‘ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে’ (কিশোর, গোলাম মোস্তফা)। আজকের এই শিশুরাই আমাদের কাছে আগামী দিনের ভবিষ্যৎ।
আজ সর্বক্ষেত্রেই মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা মাথাচাড়া দিয়ে উঠছে। একটা শুরু হয়ে শেষ না হতেই আরেকটা সমস্যা মহামারীর মতো ছড়িয়ে পড়ে। কিছুদিন আগেও ইভটিজিংয়ের ভয়াবহতা ছিল ভয়াবহ। টলারেন্সের অভাব, ধনী-গরিব বৈষম্য, কর্মক্ষেত্রে নির্যাতন, ধর্ষণ-মারাত্মক এক সমস্যার মুখোমুখি আগামী প্রজন্মের ভবিষ্যৎ শিশুরা। এগিয়ে আসতে হবে এবং সোচ্চার হতে হবে সচেতন ও বিবেকবানদের। আর নয় শিশু ধর্ষণ, হত্যা আর নির্যাতন। আসুন সবাই আরো সহনশীল হই, এই সহনশীলতা আমাদের জাতীয় জীবনে প্রতিষ্ঠিত হলে অনেক সমস্যা আপনা আপনি সমাধান হয়ে যাবে। শৈশবকালেই শিশুদের নিজ নিজ ধর্মীয় শিক্ষাদান নিশ্চিত করি। তাই শিশুদের জন্য কাক্সিক্ষত নিরাপদ আবাস ও সুন্দর পৃথিবীর উপহার আমাদেরই নিশ্চিত করতে হবে। মহান আল্লাহর অপূর্ব দান এ শিশুদের আমরা আদর, স্নেহ আর ভালোবাসা দিয়ে ভরে তুলি নিজ নিজ আঙ্গিনাকে।