338
সুখ পাখি মনের জানালা দিয়ে আসে যায়,
আমরা সর্বদাই থাকি সুখের অপেক্ষায়;
সুখ ডানা মেলে যখন উড়ে আসে দুঃখের রাজ্যে,
সুখের মহাত্মা পারি বুঝতে,
সুখের ভেলায় চড়ে পাড়ি দি দিগন্তরেখা পেরিয়ে সুখ-স্বপ্নের দেশে
আর মনের আকাশে স্বপ্নেরা, ইচ্ছেরা ডানা মেলে হাসে;
আসলে সুখ আপেক্ষিক ব্যক্তিবিশেষে;
একই অবস্থা কারো কাছে সুখের,
আবার কারো কাছে দুঃখের।
খুব সুন্দর হয়েছে ।